ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বাই শহর। এরই মাঝে সিনেমার কাজ থেমে নেই। ঠিক এমন সময়ই এক বিপজ্জনক ঘটনার মুখোমুখি হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি।
বর্তমানে নিজের নতুন ছবি ‘হাউসফুল ৫’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিষেক। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং চাঙ্কি পাণ্ডেও। সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতারা। আর সেখানেই ঘটে যায় এই অঘটন।
ঘটনা সূত্রে জানা যায়, কালো স্যুট পরে অনুষ্ঠানে অংশ নিতে যান অভিষেক বচ্চন। অনুষ্ঠানস্থলের সিঁড়ি দিয়ে নামার ঠিক আগ মুহূর্তেই মাথার ওপর থেকে সিলিং ভেঙে পড়ে নিচে। সৌভাগ্যবশত, তখনও সিঁড়িতে পা রাখেননি অভিষেক। ফলে কোনোরকম চোট-আঘাত লাগেনি তার।
তবে ঘটনার পর অভিষেক খুবই দায়িত্বশীলভাবে পরিস্থিতি সামাল দেন। নিজে দাঁড়িয়ে থেকে দর্শক আসন খালি করে অন্যত্র স্থানান্তর করতে বলেন সকলকে, যাতে আর কেউ বিপদের মুখে না পড়ে।
বিডি প্রতিদিন/মুসা