রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় এবার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে জেসমিন চরিত্রে দেখা যাবে। চট্টগ্রামের একটি কেস নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে মূল ভিকটিম মেয়ের চরিত্রে দেখা যাবে তানিয়াকে। যে গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে। সিনেমাটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্পটা ট্রু স্টোরি। এটি একটি মেয়ের গল্প। আমি সেই ভিকটিম মেয়ে জেসমিন। যে খুবই সহজ, সরল। ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর ভালোবাসার মানুষ বিট্রে করে জেসমিনকে। আর বিস্তারিত বলতে পারব না এখনই। আমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে চট্টগ্রামে। এখন ঢাকায়। তবে একটু পর চট্টগ্রামে দ্বিতীয় লটের শুটিংয়ের উদ্দেশে ফ্লাই করব।’ জানা যায়, রোমান্টিক, অ্যাকশন এবং থ্রিলারধর্মী গল্পে রয়েছেন আদর আজাদ। সিনেমাটিতে আরও রয়েছেন তারিক আনাম খান, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। চট্টগ্রামে চলছে ট্রাইব্যুনাল সিনেমার শুটিং।