নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চারটি কারখানা পুনরায় খুলছে কর্তৃপক্ষ। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।
কারখানাগুলো হলো- মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইনে গত ২৬ নভেম্বর হতে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে কারখানাগুলোর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, কারখানার সব কর্মকর্তা, কর্মচারী উক্ত তারিখে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কারখানার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, নোটিশের মাধ্যমে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার থেকে কারখানাগুলো খুলছে।
বিডি-প্রতিদিন/তানিয়া