রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের নাম মো. আশিকুর রহমান আশিক (৩০)। রবিবার (২ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু মাদক কারবারি কাভার্ডভ্যানে করে কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। দুপুর ২টার দিকে সন্দেহভাজন কাভার্ডভ্যানটি পৌঁছালে সেটি থামানোর সংকেত দেয় পুলিশ। কিন্তু ভ্যানটি থামানোর আগেই চালক পালানোর চেষ্টা করলে আশিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্যানের পেছনের অংশ তল্লাশি করে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে আশিকের দুই সহযোগী কৌশলে পালিয়ে যান। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
ডিবি জানায়, গ্রেফতার আশিক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক স্বীকার করেছেন, উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে তারা ঢাকায় নিয়ে আসছিলেন।
ঘটনার পর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।
বিডি-প্রতিদিন/মাইনুল