ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে সারা দেশসহ পার্শ্ববর্তী ভারতেও। এ কারণেই পদ্মা নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি একলাফে বেড়েছে ৮২ সেন্টিমিটার।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ২২.০৫ মিটার। বর্তমানে সেখানে পানির সমতল রয়েছে ১৭.৭৮ মিটার।
অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মহানন্দা নদীতে পানি বেড়েছে ২৫ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দু-একদিন পানি বৃদ্ধি পাওয়ার পর তা কমতে শুরু করবে। সুতরাং এতে ভয়ের বা বন্যার কোনো সম্ভাবনা নেই।
বিডি প্রতিদিন/কেএইচটি