৩১ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছে জুবিন গার্গ অভিনীত শেষ ছবি ‘রই রই বিনালে’। এদিন ভোর ৪টা থেকে আসামের বিভিন্ন প্রান্তের হল হাউসফুল ছিল। আসামের ৯০টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবিটির আগামী এক সপ্তাহের জন্য সব শো ‘সোল্ড আউট’। শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য দ্বিতীয় দিনেও অশ্রুসিক্ত চোখে দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় করছেন অনুরাগীরা। অগ্রিম বুকিংয়ে টিকিট কেনার হিড়িক দেখেই হলে হলে এহেন ‘জনসুনামি’র ভবিষ্যদ্বাণী করেছিল সিনেমা হল। রিলিজ পরবর্তী পর্বে সেই দৃশ্যের সাক্ষী থাকল আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহ। মুক্তির পয়লা দিনেই আসামের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ‘রই রই বিনালে’। ৫ কোটি বাজেটের সিনেমা ওপেনিং ইনিংসেই বাজিমাত করেছে। এক দিনেই দেড় কোটির ব্যবসা করেছে জুবিনের অন্তিম সিনেমা। দর্শকদের বিপুল চাহিদার জেরে জুবিন গার্গের শেষ ছবির ধাক্কায় পিছু হটতে বাধ্য হয়েছে বলিউড-দক্ষিণের বিগ বাজেটের দুই সিনেমাও। আসামের প্রায় সব
প্রেক্ষাগৃহ অন্য সিনেমার প্রদর্শন বন্ধ রেখে চলছে কেবল ‘রই রই বিনালে’র জন্য। বলিউডের ‘থামা’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিও ‘কানতারা’ কিংবা পুনর্মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী’রও সব শো বাতিল হয়েছে। এমনকি বহু হলে দিনে সাতটি পর্যন্ত জুবিনের ছবির শো রয়েছে। তবুও টিকিটের চাহিদা সামাল দিতে পারছে না প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। ‘রই রই বিনালে’র অর্থ ‘অশ্রু এখনো ঝরে’। আর সিনেমা দেখতে গিয়েই প্রয়াত জুবিন গার্গের জন্য দর্শকদের অশ্রুধারা বইছে। ছবিতে জুবিন অভিনয় করেছেন এক অন্ধ সংগীতশিল্পীর ভূমিকায়। রয়েছে তাঁর নিজস্ব সুরে ১১টি গানও। এক শিল্পীর জীবনের সংগ্রাম ও অন্তরজ্বালাই এই ছবির মূল কাহিনি। রাজ্যের সব হলে ছবিটি হাউসফুল যাচ্ছে, এমন নজির আসাম সিনেদুনিয়া এর আগে কখনো দেখেনি। জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর তহবিলে। যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে। প্রতিটি প্রেক্ষাগৃহেই জুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়। গোটা দেশে গায়ক হিসেবে পরিচিত ছিলেন তিনি। অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান রয়েছে তাঁর। তবে গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও আসামে জনপ্রিয় ছিলেন জুবিন। প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা। আসামের সাবেক উত্তরীয় দিয়ে সাজানো হয় সেই আসনগুলো। তার ওপরে রাখা হয় জুবিনের ছবি। ফুল দিয়ে সেজে ওঠে ছবিগুলি। ‘রই রই বিনালে’ ছবিতে শুধু অভিনয়ই করেননি জুবিন, ছবির গল্পও তাঁর লেখা। সংগীত পরিচালনাও করেছিলেন তিনি। ছবি পরিচালনা করেন আসামের পরিচালক রাজেশ ভূঞা। জানা গেছে, শুক্রবার কেবল জুবিনের এই ছবিটিই সমস্ত প্রেক্ষাগৃহে চলছে। এমনকি অন্য নতুন ছবি যেমন, ‘সিঙ্গল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গুড বয়’ এই ছবিগুলোও চলছে না কোনো প্রেক্ষাগৃহে। সম্প্রতি পুনর্মুক্তি হয়েছে ‘বাহুবলী’র। সেটিও এই দিন কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি। ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জুবিনের স্ত্রী গরিমা সমাজমাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবিমুক্তি নিয়ে তাঁরও উচ্ছ্বাস রয়েছে। কিন্তু এসবের মধ্যে সেই একই প্রশ্ন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর? গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিনের। মৃত্যুর তদন্ত চলছে। ইতোমধ্যেই প্রেপ্তার হয়েছে কয়েকজন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন জুবিনের অনুরাগীরা।
শিরোনাম
- শাহরুখের ‘কিং’-এ দীপিকা, সুহানা ছাড়াও আরও যারা থাকবে
- ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে: ইরান
- স্ত্রীসহ শ. ম রেজাউলের আয়কর নথি জব্দ
- স্ত্রী-কন্যাসহ আ হ ম মোস্তফা কামালের আয়কর নথি জব্দ
- ৩ দিনের রিমান্ডে ক্যাসিনো সেলিম
- নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে ১১২ টাকার ফিতে চাকরি পেলেন ১৪ জন
- ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজকে সংবর্ধনা দিল বিজিসিসিআই
- অভিনব কায়দায় মদ পাচার, জব্দ করলো বিজিবি
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয় : বৃহত্তর সুন্নী জোট
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু রাজধানীতে উদ্ধার
- জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
- অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নিবন্ধন শুরু
- ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত
- ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
- তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ বাড়ছে
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
জুবিনের জন্য ফুল-চাদরে মোড়া আসন
অনুরাগীদের অশ্রু ঝরছে সিনেমা হলে
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর