আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জনে পৌঁছেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে নিহতের সংখ্যা ১০ জন বলা হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৬.৩ এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার (মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ১৭ মাইল)। এটিকে কমলা সতর্কতা স্তরে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে।
তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান আমার বলেছেন, ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এর আগে বিবিসিকে বলেছিলেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বালখ প্রদেশের তালেবান মুখপাত্র হাজি জায়েদ এক্স-এ আগে লিখেছিলেন, মাজার-ই-শরীফের দক্ষিণে অবস্থিত শোলগারা জেলায় অনেক লোক আহত হয়েছে। তিনি বলেছিলেন, তারা প্রদেশের সকল জেলা থেকে সামান্য ক্ষয়ক্ষতির প্রতিবেদন পেয়েছেন। তিনি লিখেছেন, ‘বেশিরভাগ আহতের ঘটনা ঘটেছে উঁচু ভবন থেকে পড়ে যাওয়ার কারণে।’
আগস্টের শেষের দিকে আফগানিস্তানের পাহাড়ি পূর্ব অঞ্চলে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সোমবারের এই ভূমিকম্পটি হয়। দেশটির অঞ্চলের গ্রামীণ বাড়িগুলো সাধারণত কাদা এবং কাঠ দিয়ে তৈরি। ভূমিকম্পের সময় তাদের বাড়িঘর ধসে পড়লে বাসিন্দারা আটকা পড়েন। সূত্র: বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/এএম