যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েরি বাহিনীর তাণ্ডব চলছে। দেশটি নানান অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে। সোমবার দক্ষিণ গাজার খান ইউনিস ইসরায়েলের বিমান হামলার খবর পাওয়া গেছে। পশ্চিম তীরে হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে অবরুদ্ধ ছিটমহলে মৃতের সংখ্যা বেড়ে ২৩৬ জনে দাঁড়িয়েছে।
ফিলিস্তিনের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে নাবলুস শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। রামাল্লাহর উত্তর-পশ্চিম এলাকা থেকে ও বেইত রিমা থেকেও গ্রেফতারের খবর পাওয়া গেছে।
গত বুধবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা যুদ্ধবিরতি কার্যকর রাখবে, তবে যেকোনো চুক্তি লঙ্ঘনের কঠোর জবাব অব্যাহত রাখবে।
এদিকে গাজা সিটিতে ধ্বংসস্তূপ থেকে জটিল তল্লাশি অভিযানের মাধ্যমে আরও তিনজন বন্দীর মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬৮ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৬৪ জন। আহত হয়েছে।
অন্যদিকে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২০০ জনকে বন্দী করা হয়েছিল।
সূত্র: আল-জাজিরা, সিএনএন