ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব তালুকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্দি গ্রামে একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। সে ওই গ্রামের নাজির তালুকদারের ছেলে।
ভাঙ্গার কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল মাতুব্বর বলেন, ওই কিশোর বিদ্যুতের কাজ করতো। সোমবার সকালে একটি বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসতর্কতাবশত সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তানজিরুল ইসলাম মামুন জানান, নীরব নামের এক কিশোরকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাকে আমরা মৃত অবস্থায় পাই।
বিডি-প্রতিদিন/তানিয়া