নিজের নকল ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে আবারও বিব্রতবোধ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। এই অভিনেত্রী আগেও জানিয়েছিলেন এবং এবার আবারও জোর দিয়ে বললেন, আমি কখনো ফেসবুক ব্যবহার করি না, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই। কারা যেন আমার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি তৈরি করেছে এবং তাতে প্রায় প্রতিদিন নানারকম ছবি ও নানা বিষয় আমার নাম দিয়ে পোস্ট করছে। গতকাল জানতে পারলাম সেই ফেক ফেসবুক আইডিতে একটি স্যালাইনযুক্ত হাতের ছবি পোস্ট করে লেখা হয়েছে ওটা আমার ছবি এবং আমি অসুস্থ, সবার দোয়া চাইছি। পোস্টটি সর্ম্পূণই মিথ্যা। আমি সুস্থ আছি। যারা এসব উদ্দেশ্যপ্রণোদিত কাজ করছে তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, অবিলম্বে এই ফেক ফেসবুক আইডি বন্ধ করতে হবে। নইলে শিগগিরই আমি কঠোর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’