ঢালিউডে তারকাদের আসল নাম বদলে ফিল্মি নাম রাখা নতুন কিছু নয়। ষাটের দশকে অভিনয়ে আসা নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক তারকাই নিজেদের নাম বদলে রেখেছেন ফিল্মি নাম। ১৯৬৮ সালে আবদুর রাজ্জাক প্রথমবার নায়ক হয়ে অভিনয় করেন জহির রায়হানের বেহুলা ছবিতে। জহির রায়হানই তাঁর নাম থেকে আবদুর ছেঁটে ফিল্মি নাম শুধু রাজ্জাক করেন। সত্তরের দশকে মাসুদ পারভেজ অভিনয় করেন নিজের প্রযোজিত মাসুদ রানা ছবিতে। এ ছবিতে তাঁর ফিল্মি নাম সোহেল রানা দেন প্রখ্যাত সাংবাদিক আহমদ জামান চৌধুরী।
শাবানা, শবনম, শাবনূর; প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম তাঁদের এই ফিল্মি নাম দেন। ‘শ’ অক্ষরটির প্রতি দুর্বল ছিলেন এই নির্মাতা। তাই নিজের আবিষ্কার করা নারী শিল্পীদের এই অক্ষর দিয়ে নামকরণ করতেন তিনি। আর পুরুষ শিল্পীদের জন্য তাঁর অক্ষর ছিল ‘ন’। যেমন- নাদিম, নাঈম। নাদিমের আসল নাম নাজির বেগ এবং নাঈমের প্রকৃত নাম হলো খাজা নাঈমউদ্দিন মুরাদ। নির্মাতা এহতেশাম তাঁর ‘চান্দা’ ছবিতে নন্দিতা বসাক ঝর্ণাকে শবনম নামে কাস্ট করেন।
বলিউডের সালমান খানের প্রেমে উজ্জীবিত হয়ে ঢাকায় মাসুদ রানা তার ফিল্মি নাম রাখলেন শাকিব খান। মো. স্বপন হয়ে গেলেন আমিন খান। মোহাম্মদ জহিরুল হক হয়েছেন জায়েদ খান। শাবনাজের আসল নাম সাবরিনা তানিয়া, ওবায়দুল হক হয়েছিলেন কিরণ কুমার। নায়ক আলমগীরের আসল নাম ছিল মহিউদ্দিন আহমেদ। অঞ্জলী ঘোষ থেকে হয়ে গেলেন অঞ্জু ঘোষ। মীনা পাল হয়েছেন কবরী। ফরিদা আক্তার পপি হলেন ববিতা। তবারুক আহমেদ হলেন বুলবুল আহমেদ। আবদুস সামাদ থেকে টেলি সামাদ। আবদুর রাজ্জাক থেকে রাজ্জাক, পারভীন সুলতানা হলেন দিতি, ইফতে আরা ডালিয়া থেকে দোয়েল, নাজির বেগ হলেন নাদিম, ফারহানা আমির রত্না থেকে নূতন, মাহমুদুর রহমান ওসমানী হয়ে গেলেন মাহমুদ কলি, মিজানুর রহমান থেকে মিজু আহমেদ, আসলাম তালুকদার হলেন মান্না, রওশন আরা রেণু থেকে রোজিনা, শামীমা আক্তার হলেন রোজী আফসারী, সাইয়েদ আকবর হোসেন থেকে শওকত আকবর, শর্মিলী আহমেদের আসল নাম ছিল মাজেদা মল্লিক, আফরোজা সুলতানা রত্না হয়ে গেলেন শাবানা, সুচন্দার আসল নাম কোহিনূর আক্তার, বেবি হেলেনের ফিল্মি নাম সুচরিতা, তন্দ্রা মজুমদার হলেন সুজাতা, সুনেত্রার প্রকৃত নাম ছিল ফাতেমা হক, হেনা ভট্টাচার্য থেকে সুমিতা দেবী, মীনা জামান হয়ে গেলেন সুলতানা জামান, মাসুদ পারভেজের ফিল্মি নাম হয়ে গেল সোহেল রানা, মাসুম পারভেজ হয়ে গেলেন রুবেল, চলচ্চিত্রে এসে ইদ্রিস আলী হলেন ইলিয়াস কাঞ্চন, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার ইমন, গুলশান আরা থেকে চম্পা, রিয়াজ উদ্দিন আহমেদ থেকে রিয়াজ, কাজী শারমিন নাহার নূপুর হলেন শাবনূর, মৌসুমীর প্রকৃত নাম আরিফা আখতার জামান, দিলারা হানিফ রিতার ফিল্মি নাম পূর্ণিমা, অবন্তী বিশ্বাস হয়ে গেলেন অপু বিশ্বাস, শারমীন আক্তার নিপা থেকে মাহিয়া মাহি, দিলরুবা ইয়াসমিন হলেন রুহি, শামসুন্নাহার স্মৃতি ফিল্মে এসে নাম পাল্টে হন পরীমণি, হাসনা হেনা আঁখি থেকে আঁচল, রেজাউল করিম হলেন বাপ্পারাজ, সম্রাটের প্রকৃত নাম খালিদ হোসেন, মো. শরীফুল ইসলাম চলচ্চিত্রে নাম লিখিয়ে হয়ে গেলেন শরীফুল রাজ।