‘আমার বস’ সিনেমার একটি গানে প্রেমের দৃশ্যে অভিনবত্ব আনতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কালো কালিতে নায়ক লিখেছেন জয় গোস্বামীর কবিতা। এ ছাড়া ‘আড়ি’ সিনেমার আইটেম গানেও হুল্লোড় তুলে নেচেছেন শ্রাবন্তী। দুটি সিনেমাতে সাহসী দৃশ্যে কাজ করার সুযোগ পেয়ে শ্রাবন্তী বলেছেন তিনি ‘আপ্লুত’। মুক্তি পেয়েছে ‘আমার বস’ সিনেমার ‘মালাচন্দন’ গানটি। সেখানেই শ্রাবন্তীর খোলা পিঠে কবি জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখেছেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শ্রাবন্তী বলেন, এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুুত। কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। শ্রাবন্তী বর্তমানে ‘বাবু সোনা’ নামের একটি সিনেমায় কাজ করছেন। এ ছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রেও শ্রাবন্তী অভিনয় করেছেন।