পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার আরও তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। চলতি মাসের শুরুতেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান সীমান্তে বৈদ্যুতিক নজরদারি প্রযুক্তি বসানো হচ্ছে।
মানুষের গতিবিধি ধরতে পারে এমন রাডার বসানো হচ্ছে পাকিস্তান সীমান্তে। সেই সঙ্গে দূরের ছবি ধরতে পারে এমন ক্যামেরা-সহ আরও আধুনিক যন্ত্র বসছে সীমান্তে। সব ঋতুতেই একই রকম ভাবে কাজ করবে এই সব প্রযুক্তি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, কিছু প্রযুক্তি ইতোমধ্যে ভারত-পাকিস্তান সীমান্তের কয়েকটি অংশে কাজ করতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে মানুষের গতিবিধি পর্যবেক্ষণকারী রাডারও। এই রাডারের তিনটি অংশ; ক্যামেরা, নির্দেশক যন্ত্র এবং নিয়ন্ত্রণ প্রযুক্তি।
এই রাডারের ক্যামেরা কুয়াশা, বৃষ্টিতেও দূরের ছবি ধরতে পারে বলে দাবি ভারতের। এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এই ক্যামেরা অনেক দূরে মানুষের গতিবিধি দেখতে পেলেই কন্ট্রোল রুমে বার্তা দিতে থাকে। কোথায় সেই মানুষের অবস্থান, তা-ও ধরিয়ে দেয়।
ভারত-পাকিস্তান সীমান্তে তারের বেড়াও আরও শক্তপোক্ত করা হয়েছে। ২৭০ মিটার অন্তর ওয়াচটাওয়ার, ফ্লাড লাইটও বসানো হয়েছে। নদীখাতেও যতটা সম্ভব বেড়া দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল