ভারতের সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিকে অভিনয় করা থেকে সরে এসেছেন আমির খান। এরপর এই সিনেমার মূল ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজকুমার রাও। রাজকুমারকে নিকমের চরিত্রে অভিনয় করাতে আগ্রহী নির্মাতা দীনেশ ভিজানও। সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে কথাও হয়েছে নায়কের। করোনা মহামারির আগে উজ্জ্বল নিকমের বায়োপিক নিয়ে আমির খানের সঙ্গে নির্মাতার দফায় দফায় আলোচনা হয়েছিল। তখন থেকেই তিনি এটিকে সবার সামনে তুলে ধরতে আগ্রহী ছিলেন। বেশ কয়েকটি খসড়া স্ক্রিপ্ট তৈরি হওয়ার পরও আমির এখন দীনেশ ভিজানের সঙ্গে আর কাজ করতে যাচ্ছেন না। প্রথমে এই সিনেমাতে অভিনয় করার কথা থাকলেও এখন আমির কেবল প্রযোজক হিসেবেই কাজ করবেন। এদিকে আমিরের নাকি দিনকাল বেশ কয়েক বছর ধরে খুব সুখকর যাচ্ছে না। একদিকে দাম্পত্য সমস্যা অন্যদিকে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ গেছে। সব মিলিয়ে দুঃসময় পার করছেন আমির খান।