মা তার অভিনয়ের প্রশংসা করেননি বলে শিশুশিল্পী নৈঋতার দুঃখের শেষ নেই। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ সিনেমা টেনে নিয়ে গেছে শিশুশিল্পী নৈঋতা। সিনেমাটির অক্সিজেনও ছিল সে। নৈঋতাকে নিয়ে প্রশংসায় যেন পঞ্চমুখ চারপাশ। বাবা-মায়ের একমাত্র মেয়ে নৈঋতা এখন থাকছে যুক্তরাজ্যে। ক্লাস ফোরে পড়ে সে। এর আগে বেশ কিছু টিভিসি, ফটোশুটও করেছে। তবে ‘জংলি’ দিয়েই সিনে পর্দায় প্রথম সফর তার। সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানাতে গিয়ে নৈঋতা বলল, ‘মা আমার অভিনয়ের খুব একটা প্রশংসা করে না। তাই ফার্স্ট অডিশনে বাবা আমাকে নিয়ে যায়। সেকেন্ড টাইম মা নিয়ে যায়। নির্মাতা এম রাহিম আঙ্কেলদের মনে হয়, আমি সিনেমাটায় ভালো করতে পারব।’