অভিনেত্রী কেয়া পায়েল বলেন- তাকে নাকি সবাই মেকআপ ছাড়াই সুন্দরী বলেন। তার কথায়, ‘আমার বয়স যতই হোক মনের বয়স কিন্তু বাড়েনি। সেই বারোতেই ঠেকে আছে।’ এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। এ নাটকের শুটিং সেট থেকে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। এ সময় নাটকে কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে, এ সময় কেয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে অনেকেই বলে, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপে ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’ অভিনেত্রী মজা করে বলেন, ‘আমার বয়স বারোতেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনো বারো, ওই ছোটবেলার পায়েলই আছি।’