২০ এপ্রিল ছিল ঢালিউডের কিংবদন্তিতুল্য অভিনেত্রী রোজিনার জন্মদিন। সে হিসাবে অভিনেত্রী ৬৩তম জন্মদিন পার করলেন। কিন্তু তাঁকে দেখে সহজেই বয়স অনুমান করা যায় না। বরাবরই স্বাস্থ্যসচেতন এই তারকা নিজেকে মুড়িয়ে রেখেছেন তারুণ্যের চাদরে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেবলভাবে চলাফেরা করতে পছন্দ করেন। চিরতরুণ থাকার রহস্য প্রসঙ্গে তিনি জানান, ‘আমি মনে করি বয়স একটি সংখ্যা মাত্র। এই সংখ্যা যতই বাড়ে মানুষ ততই অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে। বয়স বাড়ে বয়সের নিয়মে, তাই বলে থেমে থাকলে চলবে না। প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে, সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমি সেটিই করি।’ রোজিনা আরও বলেন, ‘বেঁচে থাকলে কেউ অনেক বড় অবস্থায় যায়, কেউ আবার অতটা পারে না। কিন্তু মৃত্যুর পর মানুষের অর্থবিত্ত কিংবা সামাজিক অবস্থানের কিছুই সঙ্গে যায় না। বেঁচে থাকে শুধুই মানুষটির ব্যবহার। যে যত বেশি সুন্দর ব্যবহার করবে মানুষের সঙ্গে সে তত বেশি দিন মানুষের হৃদয়ে থেকে যাবে। মানুষ তাকে দোয়া করবে মন থেকে। আমি সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করি। হয়তো এ গুণটিই আমাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে।’ ফটোশুট করা খুব প্রিয় একটি কাজ রোজিনার। তাই এখন সিনেমায় নিয়মিত অভিনয় না করলেও মাঝেমধ্যে নতুন লুকে ফটোশুট করেন।