টিভিনাটকের অন্যতম দর্শকপ্রিয় তারকা জাহিদ হাসান। সিনেমা করেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে নাটক-সিনেমায় নিয়মিত নন। সম্প্রতি ওটিটির কাজ করেছেন। অভিনেতা জাহিদ হাসানের সাক্ষাৎকার নিয়েছেন-পান্থ আফজাল
ইদানীং আপনাকে পর্দায় দেখা যায় না...
একটু কাজ কমিয়ে দিয়েছি। বয়স তো হয়েছে।
একটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন...
হ্যাঁ, নিয়মিত একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। ধারাবাহিকটির নাম ‘ভাল্লাগেনা’। জাকির হোসেন উজ্জ্বলের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি। কাজটি করে ভালো লাগে বলে করি। আসলে এখন তো ধারাবাহিক নাটক কম নির্মাণ হয়। তার মধ্যেও আমার একটি প্রচার হচ্ছে। এটাই কম কিসে?
দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল। এরপর নতুন একটি ওটিটির কাজ করেছেন...
হ্যাঁ। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছি। প্রচারও হয়েছে। রায়হান রাফীর নির্মাণে সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমাটি। দারুণ একটি গল্পের কাজ ছিল। কাজটি সবার কাছে প্রশংসিত হচ্ছে শুনে ভালো লাগছে। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সে জন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।
ওটিটিতে কি নিয়মিত দেখা যাবে?
সেটা অবশ্য সময়ই বলে দেবে। তবে ওটিটির কাজে নিয়মিতই থাকতে চাই। তবে সেটা গল্প ও চরিত্রের ওপর নির্ভর করছে বেশি।
ওটিটির কাজ নিয়ে মন্তব্য কী?
বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। আমি তো বরাবরই ভালো কাজের দিকে মনোযোগী। আগামীতেও গল্প ও চরিত্র ভালো হলে নিয়মিতই থাকব এ মাধ্যমে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। স্বীকৃতি পেতে কেমন লাগে?
পুরস্কার একটি মানদন্ড, কাজের স্বীকৃতি। শিল্পীরা কাজ করেন ভালোবাসা থেকে। পুরস্কার পেলে তার উৎসাহ ও দায়বদ্ধতা বেড়ে যায়।
সিনেমায় অভিনয় নিয়ে প্রত্যাশা?
আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। বারবার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে দেখার ইচ্ছা এখনো আছে।