পর্দা থেকে বাস্তবের জুটি নিদ্রা নেহা-প্রান্তর দস্তিদার। এ দুজন একসঙ্গে ২০২৩ সালে ‘আন্তঃনগর’ করেন, এরপরই বসেন বিয়ের পিঁড়িতে। এরপর বিজ্ঞাপনচিত্র করলেও নাটক বা সিরিজে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। তবে প্রীতি দত্তের নাটক ‘অপেক্ষা’য় আবার পর্দায় দেখা যাবে তাদের। নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন অদিতি করিম। তিনি নাটকটির প্রযোজকও। বিশ্বজিৎ দত্তের সিনেমাটোগ্রাফিতে নাটকটিতে আরও অভিনয় করেছেন এস এম আশরাফুল আলম, আজম খান, পঙ্কজ মজুমদার, অভিষেক চক্রবর্তী প্রমুখ। ২৭ মার্চ নাটকটি প্রচারিত হবে পূর্ণতা ই-টেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। একসঙ্গে কাজ করা প্রসঙ্গে নিদ্রা বলেন, ‘একসঙ্গে কাজ করার অনেক প্রস্তাব ছিল, প্রথম দিনে সেভাবে ব্যাটে-বলে মেলেনি। তবে সম্প্রতি প্রান্তরের সঙ্গে বেশ কয়েকটি কাজ হয়েছে, এর মধ্যে ‘অপেক্ষা’ই প্রথম আসছে।’