কর্মক্ষেত্রে অপি করিম একজন সফল নারী। অন্য নারীদের পক্ষে কথা বলতে তিনি সবসময়ই সোচ্চার। আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সব নারীর পক্ষে আবারও কথা বললেন তিনি। মুঠোফোনের একটি বিজ্ঞাপনচিত্রে নারীদের নিয়ে কিছু ‘না-বলা সত্য’ বলেছেন এ অভিনেত্রী। এ বিজ্ঞাপনে অপি করিম সমাজের মানুষের কাছে ছুড়ে দিয়েছেন তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্ন- নারী বললে প্রথমেই কী মাথায় আসে? সুপারওম্যান? অহেতুক বোঝা কেন চাপিয়ে দেওয়া হয় নারীর কাঁধে? এমনকি সমাজের হাজারটা বোঝা চাপিয়ে দিয়ে বলা হয়- ‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ অপির দ্বিতীয় প্রশ্ন- পুরুষদের কাজকে কেন এত আয়োজন করে বিশেষায়িত করা হয় না? অপি বলেন, পুরুষের কাজ কেবল ঘরের বাইরে। অথচ ঘরে এত কাজ থাকে, সেটি পুরুষ বোঝেই না। তৃতীয় প্রশ্ন হলো- জব, পরিবার, সংসারের দায়িত্ব, সঙ্গে আবার সবকিছু হতে হবে নির্ভুল। সব মিলিয়ে তবেই আদর্শ নারী! কেন নারীদেরই হতে হবে এতটা যোগ্য? যে নারী শুধু ঘরের কাজ করেন তার কেন কোনো গুরুত্ব নেই?