আজ বসুন্ধরা টগি ক্লাবে অনুষ্ঠিত হবে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। এ কনসার্টে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যার কনসার্ট মানেই উন্মাদনা-উত্তেজনা। কয়েক বছর থেকেই দেশে-বিদেশে জেমস নিয়মিত কনসার্ট করছেন। তার ‘মিরা বাঈ’ গানে মাতবে দুষ্টু ছেলেমেয়েদের দল। জেমস ছাড়াও এ কনসার্টে আরও চমক হিসেবে রয়েছে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ ডি। আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা পুরোনো হলেও একেবারে নতুন অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ ডি। তবে তরুণদের মাঝে তাদের গানগুলো বেশ জনপ্রিয়। জানা যায়, ইংরেজি দৈনিক ডেইলি সান ও স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের আয়োজনে এ কনসার্ট। এদিকে গেট ওপেন হবে দুপুর ২টায়। ছাত্রদের জন্য রয়েছে ফ্রি এন্ট্রি। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টি ফোর, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ও পিপলস রেডিও।