মধুমিতা সরকারের জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। ব্যক্তিগত কর্মজীবন একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত তিনি। কথায় রয়েছে, কুমারী মেয়েরা শিবরাত্রি করলেই বলা হয়, সে নাকি শিবের মতো বর পাবে। শিবের মতোই কাউকে পেয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, সেটা আমি পেয়েছি। কিন্তু এমনটাও নয়, আমি যদি কাউকে না পেতাম তাহলে শিবের প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা বা পূজা করার ইচ্ছেটা চলে যেত। আমি শিবভক্ত। মহাদেবের প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি শুধু এখন ভগবানের পূজা করব। নতুন করে আর কিছু চাওয়ার নেই। যা দিয়েছেন তাতেই আমি ভীষণ খুশি।