গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এ সিনেমাটি প্যান ইন্ডিয়ান দাবি করলেও ছবিটি এতদিন ভারতেই মুক্তি পায়নি। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের এ ছবিটি। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ জানিয়েছে, মুক্তির তিন মাস পর ২৮ ফেব্রুয়ারি ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের পেজে লিখেছে- ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’ তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।