ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু- এ তিনজন এখনো নাটকের দর্শকদের কাছে পরিচিত মুখ। দীর্ঘদিন পর এ ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে দর্শকদের। হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন ১১ বছর পর তাদের তিনজনকে নিয়ে আসছেন একই চরিত্রে। এ প্রজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এ ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র। জানা গেছে, এ তিনজনকে নিয়ে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। এ কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি স্ট্রিমিং হবে ওটিটিতে।