গণফোরাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ) আসনে প্রার্থী ঘোষণা করেছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জেলা গণফোরাম কার্যালয়ে এক সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য শাহ মফিজকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
একই অনুষ্ঠানে সুব্রত ভট্টাচার্যকে আহ্বায়ক ও বুলবুল মোল্লাকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা গণফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক ও ২৬ জন সদস্য রয়েছেন। ঘোষণা দেন গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য শাহ নুরুজ্জামান। ছয় মাস আগে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত হওয়ার পর শনিবার নতুন এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী শাহ মফিজ, নবগঠিত কমিটির আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য, সদস্য সচিব বুলবুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক শিপ্রা বিশ্বাসসহ স্থানীয় গণফোরাম নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল