লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সদস্য নাঈম হোসেনকে সংবাদ প্রকাশের জেরে হত্যা ও বাসা থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
পরিবার ও নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে নাঈম হোসেন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নাঈম হোসেন বলেন, আমার দেশ অনলাইনে হারভেস্টার মেশিন নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তিনি নানাভাবে হুমকির মুখে পড়েন। ৬ নভেম্বর দুপুরে একব্যক্তি তাকে ফোন করে দেখা করতে বলেন। দেখা না করলে বাসা থেকে উঠিয়ে নেওয়া হবে বলে হুমকি দেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই