শেরপুরের নালিতাবাড়ী কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ টিম শনিবার রাতে কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়।
এ সময় মেহেদীকে আটক করা হলেও তার সঙ্গে থাকা দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দেহ
তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের মোট ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধার করা জাল নোটগুলো অবিকল আসল টাকার মতই। খালি চোখে আসল-নকল পার্থক্য করা প্রায় অসম্ভব।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব জাল নোট পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/তানিয়া