গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সোনিয়া খাতুন (২১) নামের ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলেন সোনিয়া খাতুন। গত ২০ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ মাছহাটি এলাকায় একটি কাজি অফিসে ১ লাখ টাকা দেনমোহর ধার্য করে ১০ হাজার টাকা নগদ নেন সোনিয়া ও তার সঙ্গে থাকা ৪–৫ জন সহযোগী। এরপর বিয়ের পোশাক ও প্রসাধনী কেনার কথা বলে পার্লারে সাজতে যাওয়ার অজুহাতে তারা পালিয়ে যান।
ভুক্তভোগী বেলাল উদ্দিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে সেদিন রাতেই থানায় মামলা করেন। ঘটনার ১৮ দিন পর শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সোনিয়াকে দেখতে পেয়ে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভনে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে একটি ‘হানি ট্র্যাপ’ চক্রের সক্রিয় সদস্য। চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রবিবার গ্রেপ্তার সোনিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাইনুল