গ্যাসের সংযোগ না পাওয়ায় বিপুলসংখ্যক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে যেতে পারছে না। এর ফলে বিনিয়োগকারীরা পড়েছেন বিপাকে। ব্যাংকঋণ নিয়ে কারখানা তৈরি করে তারা মহাসংকটে হাবুডুবু খাচ্ছেন। নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কায়ও ভুগছেন তারা। শিল্পমালিকদের অভিযোগ, ডিমান্ড নোট দেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও সংযোগ পাওয়া যাচ্ছে না। ভারী শিল্পের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। গ্যাসের অভাবে দেশে নতুন নতুন শিল্প গড়ে উঠছে না। সরকার যখন দেশিবিদেশি বিনিয়োগ বাড়াতে তৎপর, তখন জ্বালানিসংকট অনাকাক্সিক্ষত। শত শত কলকারখানা গ্যাসের অভাবে উৎপাদনে না যাওয়ায় লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ মুখ থুবড়ে পড়েছে। আমদানিনির্ভর অনেক পণ্য দেশে উৎপাদন করা যাচ্ছে না, একই কারণে। শিল্পে নতুন সংযোগের জন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মধ্যে শুধু তিতাসের কাছেই নতুন-পুরোনো মিলে গ্যাসসংযোগ এবং লোড বৃদ্ধির আবেদন জমা পড়েছে ১ হাজার ১০০টি। এর মধ্যে ৪০০-এর বেশি গ্রাহক সব প্রক্রিয়া শেষ করে প্রতিশ্রুত সংযোগের অপেক্ষায়। এ গ্রাহকরা গ্যাসসংযোগের জন্য টাকাও জমা দিয়েছেন। অনেকে কারখানা সম্প্রসারণ বা লোড বৃদ্ধির জন্য আবেদন করেছেন। গত ১৩ এপ্রিল নতুন সংযোগ ও লোড বৃদ্ধির ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শিল্পমালিকদের আপত্তির পরও গ্যাসের দাম বাড়ানোর সময় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়। এর ফলে শিল্পে সরবরাহ বাড়ানো সম্ভব হবে। কিন্তু গত জানুয়ারি থেকে নতুন গ্যাসসংযোগ দেওয়া পুরোপুরি বন্ধ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ১৩ এপ্রিল পর্যন্ত যাদের ডিমান্ড নোট পেয়েছে তাদের প্রতিশ্রুত গ্রাহকের তালিকায় রাখা হয়েছে। বর্তমানে দেশে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২৮০ থেকে ২৯০ কোটি ঘনফুট। এর মধ্যে শিল্পে যাচ্ছে ১২০ কোটি ঘনফুট। বৃহত্তর জাতীয় স্বার্থে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রতি সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। জ্বালানি সমস্যা দেশের অগ্রগতি ব্যাহত করছে। মানুষের কর্মসংস্থানে বাদ সাধছে। যা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান
- ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি আমেরিকার
- হাসিনা সরকারের নজরদারির সরঞ্জাম ক্রয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি