চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অপুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার ওই ভিডিওকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন অপুর স্ত্রী কাজী আনিশা। তার অভিযোগ, এই ভিডিও করতে বিএনপি নেতা ইশরাক হোসেন অপুকে বাধ্য করেছেন। এনসিপিকে চাপে ফেলতে অপুকে ফাঁসানো হয়েছে। গতকাল জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আনিশা বলেন, ‘অপুকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে এ কাজ করানো হয়েছে। ভিডিওতে চাঁদাবাজির পেছনে উপদেষ্টা আসিফের নাম বলানোর চেষ্টা করা হয়েছে। অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছেন। গোপীবাগ কার বাসা? ওটা কি ইশরাক ভাইয়ের বাসা না? অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনেই ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘অপুকে দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে এমনটা করা হয়েছে বলে মনে করছি। তারা উপদেষ্টা আসিফ ও এনসিপির আহ্বায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল।’ আনিশার দাবি, ঘটনার দিন অপু ঢাকাতেই ছিলেন না। তিনি কিশোরগঞ্জের মিঠামইনে অবস্থান করছিলেন। অপু আগেই আঁচ করেছিল যে তাকে ফাঁসানো হবে। তাছাড়া অপু জানতেনই না সেখানে চাঁদাবাজি হচ্ছে। বরং ইচ্ছাকৃতভাবে তাকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে।’