ভোটের বাদ্য বেজেছে; আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেছেন, এবার ভোট হবে ইতিহাসসেরা। মানুষ ঈদের মতো আনন্দমুখর পরিবেশে তা উদ্যাপন করবে। তারা দেড় দশকজুড়ে সুষ্ঠু নির্বাচন দেখেনি, ভোট দিতে পারেনি। এবার জনগণ সে বঞ্চনা পুষিয়ে নিতে চায়। তাদের চাওয়া- জনরায় নিয়ে আসা জনপ্রতিনিধিরা সরকার গঠন করুন। নাগরিকের গণতান্ত্রিক অধিকার-আকাক্সক্ষা-মর্যাদা সমুন্নত হোক। রাতের ভোট, ডামি ভোট যেন আর কখনো না হয়, তার মূলোৎপাটন জুলাই চেতনার অংশ। ছয় মাস পরেই সেই প্রত্যাশিত ভোট। অথচ এখনো এ নিয়ে বিভিন্ন মহলে পানি ঘোলা করার পাঁয়তারা লক্ষ করা যাচ্ছে। সে প্রেক্ষাপটেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। একে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে এসব মোকাবিলা সম্ভব।’ তারেক রহমান রাজনীতিকদের চরিত্র বিশ্লেষণ করে, ঝানু জহুরির মতো মন্তব্য করেন, ‘সুসময়ে অনেক ঘুঘু ভিড়বে। তাদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে হবে।’ বাস্তবতা হচ্ছে, স্বৈরাচারের পতন হয়েছে সত্য, তবে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এক বছর ধরে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে হিমশিম অন্তর্বর্তী সরকার। তারেক রহমান দাবি করেন, ‘রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকায়, দায়িত্ব পেলে তাঁর দল এ অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে।’ আগামী নির্বাচনে কোন দল কেমন ফলাফল করবে, কারা কতটা জনআস্থা নিয়ে সরকারে আসবে- সময়ই তা বলবে। এখন অপেক্ষার পালা। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে এবার এক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসি। জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে লড়তে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হয়েছে। ৮০ হাজার সেনা থাকবে ভোটের মাঠে। বিলোপ হয়েছে ইভিএম ব্যবহারসংক্রান্ত বিধান। নির্বাচনি অনিয়মে পুুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল, এমনকি এমপি নির্বাচিত হলেও পদ বাতিল হবে। সব মিলে নির্বাচন কমিশন কোমর বেঁধেই নেমেছে। সবার সুষ্ঠু কর্তব্যপালন, প্রশাসন ও বাহিনীর পেশাদারি দৃঢ়তা, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, দেশে প্রকৃতই ইতিহাসসেরা নির্বাচনটা হোক। দেখুক সারা বিশ্ব। বসন্ত শুরুর কদিন আগেই, নতুন বাংলাদেশে ঋতুরাজ বসন্তের আবহ সৃষ্টি হোক।
শিরোনাম
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন
আগামী ভোট হোক ইতিহাসসেরা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর