ভোটের বাদ্য বেজেছে; আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেছেন, এবার ভোট হবে ইতিহাসসেরা। মানুষ ঈদের মতো আনন্দমুখর পরিবেশে তা উদ্যাপন করবে। তারা দেড় দশকজুড়ে সুষ্ঠু নির্বাচন দেখেনি, ভোট দিতে পারেনি। এবার জনগণ সে বঞ্চনা পুষিয়ে নিতে চায়। তাদের চাওয়া- জনরায় নিয়ে আসা জনপ্রতিনিধিরা সরকার গঠন করুন। নাগরিকের গণতান্ত্রিক অধিকার-আকাক্সক্ষা-মর্যাদা সমুন্নত হোক। রাতের ভোট, ডামি ভোট যেন আর কখনো না হয়, তার মূলোৎপাটন জুলাই চেতনার অংশ। ছয় মাস পরেই সেই প্রত্যাশিত ভোট। অথচ এখনো এ নিয়ে বিভিন্ন মহলে পানি ঘোলা করার পাঁয়তারা লক্ষ করা যাচ্ছে। সে প্রেক্ষাপটেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে। একে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে এসব মোকাবিলা সম্ভব।’ তারেক রহমান রাজনীতিকদের চরিত্র বিশ্লেষণ করে, ঝানু জহুরির মতো মন্তব্য করেন, ‘সুসময়ে অনেক ঘুঘু ভিড়বে। তাদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে হবে।’ বাস্তবতা হচ্ছে, স্বৈরাচারের পতন হয়েছে সত্য, তবে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এক বছর ধরে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে হিমশিম অন্তর্বর্তী সরকার। তারেক রহমান দাবি করেন, ‘রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা থাকায়, দায়িত্ব পেলে তাঁর দল এ অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে।’ আগামী নির্বাচনে কোন দল কেমন ফলাফল করবে, কারা কতটা জনআস্থা নিয়ে সরকারে আসবে- সময়ই তা বলবে। এখন অপেক্ষার পালা। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে এবার এক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসি। জোটগতভাবে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে লড়তে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হয়েছে। ৮০ হাজার সেনা থাকবে ভোটের মাঠে। বিলোপ হয়েছে ইভিএম ব্যবহারসংক্রান্ত বিধান। নির্বাচনি অনিয়মে পুুরো আসনের ফল বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল, এমনকি এমপি নির্বাচিত হলেও পদ বাতিল হবে। সব মিলে নির্বাচন কমিশন কোমর বেঁধেই নেমেছে। সবার সুষ্ঠু কর্তব্যপালন, প্রশাসন ও বাহিনীর পেশাদারি দৃঢ়তা, রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীলতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, দেশে প্রকৃতই ইতিহাসসেরা নির্বাচনটা হোক। দেখুক সারা বিশ্ব। বসন্ত শুরুর কদিন আগেই, নতুন বাংলাদেশে ঋতুরাজ বসন্তের আবহ সৃষ্টি হোক।
শিরোনাম
- ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?
- আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- কিউই জার্সিতে ১৭ ম্যাচ খেলা ব্রুস খেলবেন স্কটল্যান্ড দলে
- ঢাকার বাতাস আজ 'মাঝারি' মানের, বায়ুদূষণে বিশ্বে ৫৩
- ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
- মেট্রো স্টেশনের নিচে এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী
- ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা
- বাংলাদেশ থেকে ভারতে পাচারের পর তিন মাসে ২২৩ বার ধর্ষণ
- আন্তর্জাতিক নেকড়ে দিবস আজ
- নিজেদের মাটিতে পাকিস্তানকে লজ্জায় ডুবালো উইন্ডিজ
- তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি
- হাতছাড়া হচ্ছে মধ্যপ্রাচ্য
- ৩৬ বিশ্ববিদ্যালয়ে ১৪৬ কোটি টাকার অনিয়ম
- খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
- সাংবাদিককে হয়রানি-হুমকিতে পাঁচ বছরের জেল-জরিমানা
- বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি
- সিরিয়ার আল কারামাহকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস
- সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলো জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল
ত্রয়োদশ জাতীয় নির্বাচন
আগামী ভোট হোক ইতিহাসসেরা
প্রিন্ট ভার্সন
