মোংলায় উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে। ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ'র ফিশনেট প্রকল্পের কনসোর্টিয়াম সমন্বয়কারী মোঃ রকিবুল হাসান। প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণের ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রেজওয়ানুল হক চৌধুরী। ভূমি কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন উত্তরণের সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। তিনি ভূমি কমিটি গঠনের প্রেক্ষাপট ও ভূমি কমিটি গঠনতন্ত্র সভায় উপস্থাপন করেন। তিনি বলেন, ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ও দাবি আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। উত্তরণ প্রতিষ্ঠালগ্ন থেকে ভূমিহীন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে। উত্তরণ শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ায় বিশ্বাসী।
এ সভায় ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ ও আলাপ আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। ভূমি কমিটির সভাপতি হলেন মোক্তার আলী হাওলাদার, সহ-সভাপতি কমলা সরকার, মাষ্টার হাবিবুর রহমান, বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর, জামাল ফকির, কমলা সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খান, আইন সহয়তা বিষয়ক সম্পাদক এ্যাডঃ সার্বেভৌম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কনিকা মন্ডল, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক আবু হোসাইন সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপিকা মন্ডল, অফিস ও ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান কামাল, কার্য নির্বাহী বিষয়ক সম্পাদক জানে আলম বাবু, সুলতান শেখ, তাসলিমা বেগম, লিটন শেখ, ইউনুছ আলী কমান্ডার ও হালদার চিরানন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণের ফিশনেট প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/এএ