কুয়েতে ভেজাল মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া দৃষ্টিশক্তি হারিয়েছেন আরও ২১ জন। মৃতদের সবাই এশিয়া মহাদেশের।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটিতে ভেজাল মদ পানে বুধবার থেকে ৬৩ জন অসুস্থ হয়েছেন।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থ ব্যক্তিরা সবাই এশিয়ার নাগরিক। এর মধ্যে ৫১ জনের দ্রুত কিডনি ডায়ালাইসিস করতে হয়। কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন বা আমদানি করা নিষিদ্ধ। তবে কেউ কেউ অবৈধ উপায়ে গোপনে তা তৈরি করে। যেখানে সুরক্ষা মান অনুসরণ করা হয় না।
কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েকদিনে কুয়েতে বসবাসকারী ৪০ ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদেরকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আরও বলা হয়েছে, কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। কাউকে হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ