বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এর নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করা হচ্ছে। দেশের মানুষ বিলম্বিত নয়, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চায়। নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র সুরক্ষিত রাখা হবে।
গতকাল কুমিল্লার লাকসাম পৌর অডিটরিয়ামে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুপুর ১২টার পর মনোহরগঞ্জের সম্মেলনে উপজেলা সভাপতি ইলিয়াছ পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সমঝোতায় পৌঁছাতে না পারায় লাকসাম পৌরসভা সম্মেলন স্থগিত করা হয়।
সামেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।