সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার আলমগীর আলম কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়, বালু ও পাথর লুটের একটি মামলায় আলমগীর আলমকে গ্রেফতারের আগে ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনার পর এই প্রথম কাউকে গ্রেফতার দেখালো পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই