নাটোরের লালপুরে পদ্মার পানিতে গোসলে নেমে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়ার পদ্মা নদীর বাঘা সীমান্তবর্তী এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দু’জন নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিন আলীর ছেলে মো. গোলাম রাব্বানি (১২) এবং নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শেখ ফরিদ আলী (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ১৫-২০ জন ছাত্র নিয়ে শিক্ষক আল আমিন নদীতে গোসল করতে নামেন। এ সময় শেখ ফরিদ ও গোলাম রাব্বানি পানিতে তলিয়ে যায়। এলাকার লোকজন খোঁজাখুঁজি করে কিন্তু তাদের খুঁজে পায় না। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই মাদ্রাসা শিক্ষার্থী। রাজশাহীর ডুবুরি দল ও নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নেমে বিকাল ৪টার দিকে তাদের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধা করে। এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান ছিল বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল