ভালোবাসলে অপেক্ষা করতে হয়- অপেক্ষা মানে বিরহ নয়, অপেক্ষা মানে- প্রিয় মানুষের জন্য হৃদয়কে প্রস্তুত করা, ভালোবাসা মানে- দুঃখ দূর করার বিবেক।
কালো অধ্যায় আঙুলের চাপে মৃত্যুর প্রহসন; একদিন প্রহসন ভাঙবে, শেষ হবে অপেক্ষা। সাদা-কালো হৃদয়ে বুক পেতে বসে থাকা একখণ্ড ইতিহাস- ঐতিহাসিক তোমার চাহনি তোমাকে খুনের আসামি করে আমাকে আহত করে- নিহতের দরজা বন্ধ রেখে আহত উৎসবে মেতে ওঠা এক ধরনের যুদ্ধ- যুদ্ধের ময়দানে আমি আছি, তুমি নেই- সব সংকটে তোমার চুলের ঘ্রাণে আশ্রয় নেব, দূরে যেতে চাই না।
নদীর মত বহমান তোমার হৃদয়ে জলের ঢেউ হয়ে, ছুঁতে চাই তোমাকে। তুমি আছো বলেই- আমার কোনো মৃত্যু নেই- জীবিত হতে হতে মৃত্যুর কথা ভুলে যেতে চাই-
তবে তুমিহীন এই আমি মৃত্যুর সহযাত্রী;
আঁধারের পায়ে ধুলোর চরিত্রে ছুটে চলে- মৃত্যুর নামতা।