ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটে শিক্ষিকা মাহফুজা (৪৫) মারা যান। তিনি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন মাহফুজা।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুঘর্টনায় মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া আরো বেশ কিছু জটিলতা দেখা গিয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত মাইলস্টোন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৫ জন।
বিডি প্রতিদিন/নাজমুল