কেউ কথা রাখেনি- এ অনুভূতি জাতিকে স্বাধীনতার পর থেকে আশাহত করে আসছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে। স্বাধীনতা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মানুষের হাজার বছরের ইতিহাসের সেরা অর্জন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা পূরণ হয়নি। গণতান্ত্রিক চেতনা সরকার ও রাষ্ট্রকাঠামোর পরিচালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার স্বাধীনতার ৫৪ বছরেও নিশ্চিত করা যায়নি। ’৯০-এর গণ আন্দোলনের প্রত্যাশা ছিল দেশ গণতন্ত্রের পথে চলবে। তিন জোটের রূপরেখা অনুযায়ী পরিচালিত হবে দেশের রাজনীতি, সরকার ও সংসদ। কিন্তু সে প্রত্যাশা মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি। দেশের ইতিহাসে জুলাইয়ের গণ অভ্যুত্থানও জাতিকে স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের। স্বাধীনতা সমুন্নত রাখার। ভাত-কাপড়ের নিশ্চয়তার। সংগত কারণেই এ প্রত্যাশা যাতে পূরণ হয় সে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তার দল বিএনপি চায় জনবান্ধব রাজনীতি। তার দলের লক্ষ্য মানুষের ভোটের অধিকার আর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। জনগণের আস্থা অর্জন করতে পারলেই হওয়া যাবে নেতা। জনগণ প্রত্যাখ্যান করলে নেতা থাকা যাবে না। ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুনের শিকার হয়েছেন। অভ্যুত্থানের শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। দেশের ছাত্র ও যুবসমাজ যারা দেশকে গড়ে তুলবে, এগিয়ে নেবে, যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলতে হবে। কীভাবে উৎপাদন বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে মানুষের কর্মসংস্থান হবে। কর্মক্ষম জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা হবে। বিএনপি নেতার দেওয়া ভার্চুয়ালি বক্তব্য খুবই প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ। আমাদের বিশ্বাস, জুলাই চেতনা অনুসরণে দেশের রাজনীতি জনপ্রত্যাশার পরিপূরক হয়ে গড়ে উঠবে।
শিরোনাম
- ট্রাম্পের ‘৫০% শুল্ক আরোপের’ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ভারতের
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
- কমলাপুর রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান
- এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল
- গণঅভ্যুত্থানে আহত ৩৪ জন এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন : উপদেষ্টা
- রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ নারী আটক
- শেরপুরে দেড় কোটি টাকার চোরাই মালামাল জব্দ
- এই সফলতা ৩৬ দিনের নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল : মির্জা আব্বাস
- জুলাই আন্দোলনে নিখোঁজ মুন্নার পরিবারের পাশে বিএনপি
- সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ
জুলাইয়ের প্রতিশ্রুতি
গণতন্ত্রের পথে চলুক দেশ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর