কেউ কথা রাখেনি- এ অনুভূতি জাতিকে স্বাধীনতার পর থেকে আশাহত করে আসছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন বর্বর পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে। স্বাধীনতা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের মানুষের হাজার বছরের ইতিহাসের সেরা অর্জন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা পূরণ হয়নি। গণতান্ত্রিক চেতনা সরকার ও রাষ্ট্রকাঠামোর পরিচালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার স্বাধীনতার ৫৪ বছরেও নিশ্চিত করা যায়নি। ’৯০-এর গণ আন্দোলনের প্রত্যাশা ছিল দেশ গণতন্ত্রের পথে চলবে। তিন জোটের রূপরেখা অনুযায়ী পরিচালিত হবে দেশের রাজনীতি, সরকার ও সংসদ। কিন্তু সে প্রত্যাশা মুখ থুবড়ে পড়তে সময় লাগেনি। দেশের ইতিহাসে জুলাইয়ের গণ অভ্যুত্থানও জাতিকে স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের। স্বাধীনতা সমুন্নত রাখার। ভাত-কাপড়ের নিশ্চয়তার। সংগত কারণেই এ প্রত্যাশা যাতে পূরণ হয় সে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তার দল বিএনপি চায় জনবান্ধব রাজনীতি। তার দলের লক্ষ্য মানুষের ভোটের অধিকার আর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। জনগণের আস্থা অর্জন করতে পারলেই হওয়া যাবে নেতা। জনগণ প্রত্যাখ্যান করলে নেতা থাকা যাবে না। ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুনের শিকার হয়েছেন। অভ্যুত্থানের শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। দেশের ছাত্র ও যুবসমাজ যারা দেশকে গড়ে তুলবে, এগিয়ে নেবে, যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যাশিত দেশ গড়ে তুলতে হবে। কীভাবে উৎপাদন বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে মানুষের কর্মসংস্থান হবে। কর্মক্ষম জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা হবে। বিএনপি নেতার দেওয়া ভার্চুয়ালি বক্তব্য খুবই প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ। আমাদের বিশ্বাস, জুলাই চেতনা অনুসরণে দেশের রাজনীতি জনপ্রত্যাশার পরিপূরক হয়ে গড়ে উঠবে।
শিরোনাম
- নেকির ভাণ্ডার ধ্বংসকারী নীরব ঘাতক গিবত
- ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯
- ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে
- সংকটে বেসামাল পোশাক খাত
- সারাদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা
- বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর
- টেকনাফে গহীন পাহাড় থেকে ৮ নারী-শিশু উদ্ধার
- পীরগাছায় ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত
- রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা
- শাহজালাল বিমানবন্দর থেকে ৯২৫ কচ্ছপ উদ্ধার
- ৪৯তম বিসিএস: আইনশৃঙ্খলা রক্ষায় থাকবে ১৯৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ফিলিপাইনে ভূমিকম্প; নিহতের সংখ্যা বেড়ে ২৭
- ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ৬ অক্টোবর
- আজ থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
- এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
- জুবিন গর্গের মৃত্যু: সিঙ্গাপুরে যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল
- সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
- ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের যোগ্যতাগুলো বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ের প্রতিশ্রুতি
গণতন্ত্রের পথে চলুক দেশ
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর