সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের নারীরা। বাংলাদেশ দলের সাগরিকা একাই ৪ গোল করে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। বসুন্ধরা কিংস অ্যারিনায় সোমবার অনুষ্ঠিত নারী ফুটবলের সমীকরণ ছিল বাংলাদেশ দল জিতলেই অপরাজিত চ্যাম্পিয়নের মর্যাদা পাবে। হারলে হবে রানার্সআপ। কিন্তু বাংলাদেশের মেয়েরা পুরো খেলায় শিরোপার জন্য খেলেছেন। বিশেষ করে সাগরিকা ছিলেন অপ্রতিরোধ্য। লাল কার্ডের নিষেধাজ্ঞায় আগের তিন ম্যাচে বাইরে বসে থাকার যে কষ্টে ভুগেছেন সাগরিকা, তা সুদে আসলে পুষিয়ে নিয়েছেন একাই ৪ গোল করে। এর মাধ্যমে তিনি যেমনি নিজের জাত চিনিয়েছেন তেমনি দলকে অতিসহজেই জিততে সাহায্য করেছেন। সোমবার নেপালকে কোনো পাত্তা দেননি বাংলাদেশের মেয়েরা। স্মর্তব্য সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের পাঁচ আসরের চারবারের শিরোপাধারী বাংলাদেশ। এর আগে ২০১৮, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালের টুর্নামেন্টের ট্রফি উঁচিয়ে ধরেছেন লাল-সবুজের মেয়েরা। ফলে এবার জিতলেই হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে স্বাগতিক বাংলাদেশ, এমন সমীকরণে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসরের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। সোমবার বসুন্ধরা কিংস অ্যারিনায় লাল কার্ডের নিষেধাজ্ঞা শেষে খেলায় ফেরেন টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা সাগরিকা। প্রতিযোগিতার প্রথম খেলায় নেপালের বিপক্ষে খেলতে নেমে লাল কার্ড দেখেন এই বাংলাদেশি ফরোয়ার্ড। ওই ম্যাচেও একটি গোলের দেখা পান তিনি। ৩-২ গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারান আফঈদা-সাগরিকারা। তিন ম্যাচ পর সেই নেপালের বিপক্ষেই মাঠে ফেরেন সাগরিকা। অঘোষিত ফাইনালের ম্যাচে নেমেই রীতিমতো ম্যাজিক দেখান ৪ গোল করে। এটি ছিল টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। দুই হ্যাটট্রিকে মোট ৮ গোল করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সাগরিকা। টুর্নামেন্টে সেরা গোলকিপারের মর্যাদা পেয়েছেন বাংলাদেশের মিলি আক্তার। সর্বোচ্চ গোলের কৃতিত্ব অবশ্য নেপালের পূর্ণিমার। সাফ শিরোপার লড়াইয়ে হ্যাটট্রিক বিজয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলকে অভিনন্দন। এ সাফল্য আরও বড় অর্জনের পথ দেখাবে। আমরা এমনটিই আশা করতে চাই।
শিরোনাম
- এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে
- নারী কর্মীদের ছোট হাতা-স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা যাবে না, বাংলাদেশ ব্যাংকে আদেশ জারি
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন প্রফেসর ড. এম জুবায়দুর রহমান
- অতীতের মতো বস্তাপচা নির্বাচন আমরা চাই না : জামায়াত আমির
- শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ
- এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার : নুর
- দেশের সংকটাপন্ন নদীগুলোকে বাঁচাতে হবে: রিজওয়ানা হাসান
- বিমান বিধ্বস্ত : হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১
- বাবুগঞ্জে আলিম পরীক্ষার্থী নিখোঁজ
- সিলেট সীমান্তে এক সপ্তাহে জব্দ পৌনে ১৪ কোটি টাকার পণ্য
- ইঞ্জিনিয়ারিংয়ের এক কলেজে শাটডাউন, অন্য কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি
- নিহত ৩ নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাছির
- ইসির স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকাই যথেষ্ট নয় : সালাহউদ্দিন
- পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
- মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাকৃবি উপাচার্যের শোক
- এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পদযাত্রা
নারী ফুটবলে শিরোপা
অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর