দেশের আইনশৃঙ্খলা নিয়ে ১১ মাসে কোনো সুখবরই নেই। কর্তৃত্ববাদী শাসন অবসানের পর আশা করা হয়েছিল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সামাল দেওয়া হবে। মানুষের কর্মসংস্থানে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। কমবে ঘুষ-দুর্নীতি। কিন্তু সুখবর নেই কোথাও। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে দেশ যেন মধ্যযুগের মাৎস্যন্যায়ের দুর্বিপাকে আবর্তিত হচ্ছে। রাজধানীসহ প্রধান তিন মহানগরী ইতোমধ্যেই ক্রাইম জোনে পরিণত হয়েছে। সুশীল অন্তর্বর্তী সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনের ক্ষেত্রে কোনো সাফল্যই দেখাতে পারেনি। রাজধানীর আইনশৃঙ্খলা গত দুই যুগের যে কোনো সময়ের চেয়ে খারাপ। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সবকিছু চলছে পাল্লা দিয়ে। রাজধানী ঢাকা নতুন পরিচয় অর্জন করেছে ক্রাইম জোন হিসেবে। এ বছরের প্রথম ছয় মাসে রাজধানীতে ২১৭টি খুনের ঘটনা ঘটেছে। ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির ঘটনাও বেড়েছে পাল্লা দিয়ে। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের নৃশংসতা ছাপিয়ে গেছে অতীতের সব কালো অধ্যায়। ঢাকা মহানগর পুলিশের তথ্য অুনযায়ী, শুধু ২০২৫ সালের প্রথম ছয় মাসেই রাজধানীতে ৭ হাজার ৮২৭টি অপরাধে মামলা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ ভাগ বেশি। সবচেয়ে বেশি অপরাধ বেড়েছে সদরঘাট, মুগদা, যাত্রাবাড়ী, রূপনগর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায়। সংশ্লিষ্টদের মতে, পৃষ্ঠপোষক বা সাইনবোর্ড পরিবর্তন করে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। রাজধানীতে জানুয়ারিতে ৩৬, ফেব্রুয়ারিতে ৩৮, মার্চে ৩৩, এপ্রিলে ২৯, মে-তে ৩২ ও জুনে ৪৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে কেবল অভিযান নয়, প্রয়োজন বিচারব্যবস্থার গতি, কমিউনিটি পুলিশিংব্যবস্থা কার্যকর এবং তরুণদের জন্য খেলাধুলা, প্রশিক্ষণ কেন্দ্রসহ বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তোলা। নয় তো যুব শ্রেণির একাংশ অপরাধীদের হাতে জিম্মি হয়ে যাবে। রাজধানীর বাইরের অবস্থা যে আরও নাজুক তা সহজেই অনুমেয়। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম, অন্যতম প্রধান নগরী খুলনাও ক্রাইম জোন হিসেবে বিবেচিত হচ্ছে সুশীল শাসনামলে। ভালো নেই গাজীপুর, নারায়ণগঞ্জসহ অন্য সব মহানগরীর মানুষ। গ্রামগঞ্জের কথা না বলাই ভালো। নিজেদের সুনামের স্বার্থেই সরকারকে আইনশৃঙ্খলা প্রশ্নে কঠোর হতে হবে, সময় ফুরানোর আগেই।
শিরোনাম
- নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি
- ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী শার্লি কার্ককে গুলি করে হত্যা
- কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
- ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
- রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু ভারতের
- আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, অনেকে হতাহত
- জেন-জি আন্দোলন : নেপালে নিহত বেড়ে ৩০
- রপ্তানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর
- যুক্তরাজ্যে সফররত ইসরায়েলি প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
- বিএনপির বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা আব্বাস
- সাফারি পার্কে পেছন থেকে সিংহের আক্রমণ, পরিচর্যাকারী নিহত
- জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের
- অস্থিরতার সুযোগে নেপালে জেল থেকে পালিয়েছে ১৩৫৭২ বন্দি
- বিসিএস পরীক্ষার নিরাপত্তায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- অবৈধ অভিবাসন রোধে ইইউ’র সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার
- রুশ ড্রোনের অনুপ্রবেশ, ন্যাটোর অনুচ্ছেদ ৪ প্রয়োগের আহ্বান পোল্যান্ডের
- ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত তরুণরা
আইনশৃঙ্খলা
মাৎস্যন্যায়ের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর