দেশের আইনশৃঙ্খলা নিয়ে ১১ মাসে কোনো সুখবরই নেই। কর্তৃত্ববাদী শাসন অবসানের পর আশা করা হয়েছিল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি সামাল দেওয়া হবে। মানুষের কর্মসংস্থানে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। কমবে ঘুষ-দুর্নীতি। কিন্তু সুখবর নেই কোথাও। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে দেশ যেন মধ্যযুগের মাৎস্যন্যায়ের দুর্বিপাকে আবর্তিত হচ্ছে। রাজধানীসহ প্রধান তিন মহানগরী ইতোমধ্যেই ক্রাইম জোনে পরিণত হয়েছে। সুশীল অন্তর্বর্তী সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনের ক্ষেত্রে কোনো সাফল্যই দেখাতে পারেনি। রাজধানীর আইনশৃঙ্খলা গত দুই যুগের যে কোনো সময়ের চেয়ে খারাপ। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সবকিছু চলছে পাল্লা দিয়ে। রাজধানী ঢাকা নতুন পরিচয় অর্জন করেছে ক্রাইম জোন হিসেবে। এ বছরের প্রথম ছয় মাসে রাজধানীতে ২১৭টি খুনের ঘটনা ঘটেছে। ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির ঘটনাও বেড়েছে পাল্লা দিয়ে। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের নৃশংসতা ছাপিয়ে গেছে অতীতের সব কালো অধ্যায়। ঢাকা মহানগর পুলিশের তথ্য অুনযায়ী, শুধু ২০২৫ সালের প্রথম ছয় মাসেই রাজধানীতে ৭ হাজার ৮২৭টি অপরাধে মামলা হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ ভাগ বেশি। সবচেয়ে বেশি অপরাধ বেড়েছে সদরঘাট, মুগদা, যাত্রাবাড়ী, রূপনগর, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা ও মিরপুর এলাকায়। সংশ্লিষ্টদের মতে, পৃষ্ঠপোষক বা সাইনবোর্ড পরিবর্তন করে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। রাজধানীতে জানুয়ারিতে ৩৬, ফেব্রুয়ারিতে ৩৮, মার্চে ৩৩, এপ্রিলে ২৯, মে-তে ৩২ ও জুনে ৪৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে কেবল অভিযান নয়, প্রয়োজন বিচারব্যবস্থার গতি, কমিউনিটি পুলিশিংব্যবস্থা কার্যকর এবং তরুণদের জন্য খেলাধুলা, প্রশিক্ষণ কেন্দ্রসহ বিকল্প প্ল্যাটফর্ম গড়ে তোলা। নয় তো যুব শ্রেণির একাংশ অপরাধীদের হাতে জিম্মি হয়ে যাবে। রাজধানীর বাইরের অবস্থা যে আরও নাজুক তা সহজেই অনুমেয়। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম, অন্যতম প্রধান নগরী খুলনাও ক্রাইম জোন হিসেবে বিবেচিত হচ্ছে সুশীল শাসনামলে। ভালো নেই গাজীপুর, নারায়ণগঞ্জসহ অন্য সব মহানগরীর মানুষ। গ্রামগঞ্জের কথা না বলাই ভালো। নিজেদের সুনামের স্বার্থেই সরকারকে আইনশৃঙ্খলা প্রশ্নে কঠোর হতে হবে, সময় ফুরানোর আগেই।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা