বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার উড়ো ফোন আসে। অজ্ঞাত ফোনকল পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুলুস্থুল পড়ে যায়। বিমান চলাচল কর্তৃপক্ষ কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটির যাত্রা স্থগিত ঘোষণা করে। রানওয়ে থেকে যাত্রীসমেত উড়োজাহাজটি টারমাকে ফেরত আনা হয়। যাত্রামুহূর্তে আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে এনে পুরো এয়ারক্রাফট তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বোমা হুমকির এ ঘটনা শুক্রবার বিকালের। নিরাপত্তাকর্মীরা কোনো বোমার হদিস না পাওয়ায় রাতে বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে গোয়েন্দারা অনুসন্ধানে নামার পর এ ঘটনার এক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এসেছে। যুবক ছেলের পরকীয়া ঠেকাতে তার মা, স্ত্রী ও বন্ধু এ কাণ্ড ঘটিয়েছেন। গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার মা রাশেদা বেগম ও স্ত্রী তাহমিনা জানতে পারেন। তারা ইমনের বন্ধু ইমরানকে ঘটনা জানান। ইমরানের পরামর্শে ছেলের কাঠমান্ডু যাত্রা আটকাতে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে ভুয়া তথ্য দেন। অচেনা ফোন নম্বর থেকে বোমা থাকার হুমকিতে গোটা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মা এই অপরাধমূলক কাণ্ড করলেও শেষ পর্যন্ত আটকাতে পারেননি ছেলের প্রেমিকাসহ কাঠমান্ডু যাওয়া। তারা ঠিকই কাঠমান্ডু চলে গেছেন ওই ফ্লাইটে। এ ঘটনায় রাশেদা বেগম, তাহমিনা ও ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে র্যাব জানতে পেরেছে, এই বোমা আতঙ্ক সৃষ্টির পেছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব। তবে কর্তৃপক্ষ ভুয়া হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। প্রকৃতই কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রী ইমনের মা, স্ত্রী ও বন্ধু নিঃসন্দেহে গর্হিত কাজ করেছেন। তারা বিষয়টিকে ছেলেখেলা ভেবেছেন। অথচ এ ঘটনায় দেশের ও জাতীয় এয়ারলাইনসের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর ভবিষ্যতে যেন কোনোভাবে এর পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিমানযাত্রীদের মধ্যে বোমা আতঙ্ক সৃষ্টির এ ঘটনাকে নিছক একটি পারিবারিক বিষয় হিসেবে হালকা করে দেখার কোনো অবকাশ নেই।
শিরোনাম
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা