বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার উড়ো ফোন আসে। অজ্ঞাত ফোনকল পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুলুস্থুল পড়ে যায়। বিমান চলাচল কর্তৃপক্ষ কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটির যাত্রা স্থগিত ঘোষণা করে। রানওয়ে থেকে যাত্রীসমেত উড়োজাহাজটি টারমাকে ফেরত আনা হয়। যাত্রামুহূর্তে আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে এনে পুরো এয়ারক্রাফট তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বোমা হুমকির এ ঘটনা শুক্রবার বিকালের। নিরাপত্তাকর্মীরা কোনো বোমার হদিস না পাওয়ায় রাতে বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে গোয়েন্দারা অনুসন্ধানে নামার পর এ ঘটনার এক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এসেছে। যুবক ছেলের পরকীয়া ঠেকাতে তার মা, স্ত্রী ও বন্ধু এ কাণ্ড ঘটিয়েছেন। গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার মা রাশেদা বেগম ও স্ত্রী তাহমিনা জানতে পারেন। তারা ইমনের বন্ধু ইমরানকে ঘটনা জানান। ইমরানের পরামর্শে ছেলের কাঠমান্ডু যাত্রা আটকাতে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে ভুয়া তথ্য দেন। অচেনা ফোন নম্বর থেকে বোমা থাকার হুমকিতে গোটা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মা এই অপরাধমূলক কাণ্ড করলেও শেষ পর্যন্ত আটকাতে পারেননি ছেলের প্রেমিকাসহ কাঠমান্ডু যাওয়া। তারা ঠিকই কাঠমান্ডু চলে গেছেন ওই ফ্লাইটে। এ ঘটনায় রাশেদা বেগম, তাহমিনা ও ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে র্যাব জানতে পেরেছে, এই বোমা আতঙ্ক সৃষ্টির পেছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব। তবে কর্তৃপক্ষ ভুয়া হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। প্রকৃতই কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রী ইমনের মা, স্ত্রী ও বন্ধু নিঃসন্দেহে গর্হিত কাজ করেছেন। তারা বিষয়টিকে ছেলেখেলা ভেবেছেন। অথচ এ ঘটনায় দেশের ও জাতীয় এয়ারলাইনসের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর ভবিষ্যতে যেন কোনোভাবে এর পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিমানযাত্রীদের মধ্যে বোমা আতঙ্ক সৃষ্টির এ ঘটনাকে নিছক একটি পারিবারিক বিষয় হিসেবে হালকা করে দেখার কোনো অবকাশ নেই।
শিরোনাম
- একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ
- চাঁবিপ্রবির উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত
- মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, পরে স্বামীর আরেক স্ত্রীর খবর জানলেন অভিনেত্রী
- আজ ঢাকায় বজ্রসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা
- গুলশানে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক
- বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের
- ভারত এবার নিজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই চাপা পড়বে, পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্দিওলার
- জুলাই সনদ : রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু
- টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বৃষ্টি ও ধসে বহু প্রাণহানির আশঙ্কা
- শিশুদের শোতে বিতর্কিত ট্রান্স চরিত্র, নেটফ্লিক্স বয়কটের আহ্বান মাস্কের
- গুগল-মাইক্রোসফটের বদলে দেশীয় অ্যাপ ব্যবহারের আহ্বান ভারতীয় মন্ত্রীদের
- নরসিংদীতে পুলিশ কর্মকর্তার উপর হামলায় থানায় মামলা, গ্রেফতার ৭
- হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
- সাত অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
- কাশির সিরাপ বিষক্রিয়ায় ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে চিকিৎসক গ্রেফতার
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
- ইতিহাসে প্রথমবার কোনো ব্যক্তির সম্পদ ৫০০ বিলিয়ন
- ইসরায়েলে গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলা কর্মীদের অমানবিক নির্যাতনের অভিযোগ
বিমানে বোমা আতঙ্ক
সৃষ্টির পেছনে এক মায়ের উতলাপনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর