বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৬১টি বৈদেশিক মিশন রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৬১টি মিশনের মধ্যে ৪২টিই রপ্তানির টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে। রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ৪২টি মিশনের মধ্যে আবার ২১টি পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও পিছিয়ে রয়েছে। যে ২০টি মিশনে কমার্শিয়াল উইং বা বাণিজ্যিক শাখা রয়েছে, তারাও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ১৭টি কমার্শিয়াল উইং তাদের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এমনকি ৮টি কমার্শিয়াল উইংয়ের রপ্তানি আয় আগের ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও কম হয়েছে। প্রশ্ন ওঠে, বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে মিশনগুলোতে কমার্শিয়াল উইং স্থাপন করে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করা হচ্ছে কি কেবল লোকবল দিয়ে মিশন সাজানোর জন্য? রপ্তানি বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে প্রতি বছর ‘দুবাই এক্সপো’ আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়। কেবল দুবাই নয় বিশ্বের অনেক দেশে এ ধরনের এক্সপোর্ট ফেয়ারে বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে স্টল করা হয়। ঢাকা থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উচ্চপদস্থ কর্মকর্তারা সেসব ফেয়ারে অংশ নেন। তাঁরা ফিরে এসে গালভরা গল্প শোনান। কিন্তু বাস্তবে রপ্তানি সম্প্রসারণের টার্গেট পূরণ হয় না। বাংলাদেশের রপ্তানি আয় যে দেশগুলোর ওপর নির্ভরশীল সেই ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো টার্গেট অর্জন করতে পারছে না। মধ্যপ্রাচ্যেও একই অবস্থা। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে বাণিজ্যভিত্তিক নানান প্রতিকূলতা সৃষ্টি হয়েছে। রপ্তানি-আমদানি উভয়ই কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে। এতে নতুন করে হুমকিতে পড়বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। যুদ্ধবিগ্রহ বা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে বিশ্ববাজারে যে রপ্তানি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় আমাদের বৈদেশিক মিশনগুলোকে আরও সক্রিয় হতে হবে। দায়সারা রুটিনমাফিক উদ্যোগের পরিবর্তে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রপ্তানি আয়ের টার্গেট পূরণে ব্যর্থদের বিরুদ্ধে অজুহাত আমলে না নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে ব্যর্থতার গল্প তৈরি হতেই থাকবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা