বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান ও কটুক্তির প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ সোমবার ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমিরুল ইসলাম এক যৌথবিবৃতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, দেশের চলমান অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে অনেকেই মনে করছেন। অতিসম্প্রতি দেশে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনা মানুষকে ব্যথিত করেছে। বিশেষ করে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয় । এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ।
নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। তবুও মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যা কাণ্ডের ঘটনা দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ ইতিমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জনকে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে। এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিডি প্রতিদিন/নাজমুল