খুলনায় শহর বাইপাসের আফিলগেট রেল ক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতপরিচয়ের একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হতাহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা ট্রেন খুলনার দিকে আসছিল। এ সময় রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। হঠাৎ একটি ট্রাক দ্রুত রেলক্রসিং পার হতে গেলে ট্রাকটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছাড়বে।
খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬০-৬৫ বছর বয়সী একজন মারা গেছেন। তার কাছে থাকা মোবাইলে রিং আসলে স্বজনদের হাসপাতালে আসতে বলা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল