দেশজুড়ে চলছে ‘পুতুল নাচের’ ঘটনা। আইনশৃৃঙ্খলা ভেঙে পড়ার পেছনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খোদ দেশের একজন শীর্ষ রাজনীতিক মবে সরকারের প্রচ্ছন্ন মদত আছে কি না, সংশয় প্রকাশ করেছেন। খুনিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এমন অভিযোগও তিনি তুলেছেন। অভিযোগ রয়েছে, বিশেষ একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে দলে লুকিয়ে থাকা এজেন্টরা একের পর এক অঘটন ঘটাচ্ছে। দলের পক্ষ থেকে দুর্বিনীতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ প্রেক্ষাপটে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলসহ সব ধরনের অপকর্ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দলটি আইনি ব্যবস্থার ওপরও জোর দিচ্ছে। কোনো নেতা বা কর্মী কোনো ধরনের অন্যায় বা অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। এসব ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো রকমের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে সম্পর্কেও সতর্ক থাকতে বলা হয়েছে। ৫ আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এ পর্যন্ত সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজারের বেশি নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সারা দেশে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। অনিয়ম ও সংগঠনবিরোধী কার্যকলাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও তাদের অপতৎপরতা রোধ করা যাচ্ছে না সংশ্লিষ্টদের পেছনে বাইরের মদত থাকার কারণে। বিএনপির নীতিনির্ধারকদের ধারণা, প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে সক্রিয় থেকে অন্তর্ঘাতমূলক কাজে সহায়তা করা ‘বিশেষ একটি দলের’ রাজনৈতিক কালচারের অংশ। পতিত আওয়ামী শাসনামলে যারা ছাত্রলীগ হয়ে কাজ করেছে, তাদের কেউ কেউ যে ভিন্ন দলের ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। বিএনপির ভাবমূর্তি রক্ষায় দলের মধ্যে অনুপ্রবেশকারী পঞ্চম বাহিনী সম্পর্কে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
- এখনো স্বজনদের খুঁজে ফেরেন বসনিয়ার মুসলিমরা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ জুলাই)
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
- কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রাজনৈতিক দুর্বৃত্তপনা
কঠোরভাবে দমন করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর