দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফলে এবার বিপর্যয় ঘটে গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল গত কয়েক বছরের মধ্যে খারাপ হয়েছে। গড় পাসের হার এবং ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পাওয়াও কমেছে। পাসের গড় হার ৬৮, অকৃতকার্য ৩২ শতাংশ। স্বভাবতই হতাশা নেমেছে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে। বিশেষজ্ঞরা বলছেন, এবার যেসব কারণে ফলাফল মন্দ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এবারের এসএসসি পরীক্ষার্থীরা তাদের গত পাঁচ বছরের শিক্ষাজীবনে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে শ্রেণিকক্ষে শিক্ষকদের কাছ থেকে সরাসরি শিক্ষালাভের সুযোগ কম পেয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক দিন ক্লাস হয়নি। ফলে শিখন-ঘাটতি নিয়েই ওপরের শ্রেণিতে উঠেছে এবং পরীক্ষায় অংশ নিয়েছে। অন্যদিকে উত্তরপত্র মূল্যায়নেও এবার অন্য বছরের তুলনায় বেশি কড়াকড়ি ছিল। ওভার মার্কিং বা গ্রেস মার্কিংয়ের সুযোগ ছিল না পরীক্ষকদের হাতে। কড়াকড়িকে দোষারোপ করা যাবে না। কিন্তু এরা শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুযোগ কম পেয়েছে-এটা বিবেচ্য বিষয়। এদের শিশুমনের ওপর দিয়ে দুই-তিন বছর ধরে করোনা মহামারির যে কঠিন মনস্তাত্ত্বিক চাপ গেছে, সেটাও বিবেচ্য। শিক্ষার্থী, অভিভাবক সবাইকে এটা মানতে হবে। তা ছাড়া পাস-ফেল জীবনে থাকেই, থাকবেই। যে প্রেক্ষাপটেই হোক, যে বিপুলসংখ্যক কোমলমতি শিক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষাটায় এমন কঠিন ধাক্কা খেল-তাদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আজ এ কথা শুনতে তাদের ভালো না লাগলেও এ চির সত্যটা বলব, ‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’। ভেঙে পড়লে চলবে না। কোথায় দুর্বলতা-খুঁজে বের করে আগামী পরীক্ষায় অনেক বেশি ভালো ফল লাভ করে নিজেকে প্রমাণ করার জোরদার প্রস্তুতি নাও আজ থেকেই। আমাদের আগাম শুভকামনা রইল। কৃতকার্যদের প্রতি অভিনন্দন। তাদের উজ্জ্বলতর ভবিষ্যতের কামনা। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও জরুরি কর্তব্য হচ্ছে-এবারের ফলাফল বিশ্লেষণ। এমন ধস কেন নামল, ভবিষ্যতে এড়াতে কী করণীয়, সেই কর্মপন্থা নির্ধারণ ও গ্রহণ করুন। না হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পাবে; যা কিছুতেই কাম্য নয়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
এসএসসির ফলাফল
বিপর্যয় এড়ানোর কার্যকর পথ খুঁজুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর