নির্বাচন গণতান্ত্রিক সমাজের অনুষঙ্গ। গণতান্ত্রিক শাসনে দেশের মালিক মোক্তার বলে বিবেচিত হয় জনগণ। দেশ শাসনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নির্বাচনের মাধ্যমে গঠিত হয় জাতীয় সংসদ বা পার্লামেন্ট। সে নির্বাচন বিতর্কিত হয়ে পড়লে দেশ শাসনে জনগণের অংশীদারি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। দেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচনের সংখ্যা কম নয়। তবে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন অতীতের সব অনিয়ম ও অস্বচ্ছতাকে অতিক্রম করেছে। তিনটি নির্বাচনই প্রহসনের নির্বাচন বলে বোদ্ধাজনদের কাছে স্বীকৃতি পেয়েছে। এমনকি যারা এ তিন নির্বাচনের কুশীলব তারাও লজ্জার মাথা খেয়ে নিজেদের দ্বারা অনুষ্ঠিত নির্বাচনগুলোর দোষ ঢাকার সাফাই জোর গলায় বলতে পারেননি। জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল গণতন্ত্রহীনতার অনিবার্য প্রতিক্রিয়া হিসেবে। ওই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা এবং দেশের সিংহভাগ মানুষ প্রশ্নবিদ্ধ তিন নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দেওয়ার সৌভাগ্য তাদের হয়নি। অন্তর্বর্তী সরকার বিতর্কিত তিন নির্বাচনের সঙ্গে জড়িত দুই প্রধান নির্বাচন কমিশনারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি এ সত্যটা তারা স্বীকারও করেছেন। দুই প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের পর অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও এবং ওসিরা আতঙ্কে ভুগছেন। উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনের কর্মকর্তারাও রয়েছেন আতঙ্কে। ইতোমধ্যে বিগত তিন নির্বাচনের অনিয়ম তদন্তে সরকার উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এর ফলে আতঙ্কে ভুগছেন তৃণমূলের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী স্কুলশিক্ষক পর্যন্ত। নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তবে নির্বাচন কমিশনের সদিচ্ছা কোনো কাজে আসে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততার গুরুত্বও অনেক বেশি। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থেই অতীতের বিতর্কিত তিন নির্বাচনে জড়িত সবার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে হবে : প্রেস সচিব
- চিরিরবন্দরে অটো চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় শীর্ষ নৌ-ডাকাত গ্রেপ্তার
- রাকসুতে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে বামজোটের প্যানেল ঘোষণা
- নেপালে জেন-জি বিক্ষোভে সেলিব্রেটিদের সংহতি
- পণ্য বিক্রিতে প্রতারণা ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস: তারেক রহমান
- ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এখনও আটক ৬০০
- কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- খুলনায় তুচ্ছ ঘটনায় ঘুষিতে প্রাণ গেল নারীর
- খিলগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
- সারাদেশে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৭৭
- চট্টগ্রামে গ্যারেজ মালিক খুন, গ্রেপ্তার ২
- জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা পরিচালনায় কমিটি গঠন
- সারাদেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু
- যুক্তরাজ্যে প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়লেন শাবানা
- জনগণকে সঙ্গে নিয়েই পরিবর্তন সম্ভব : আমিনুল
- বাছাইপর্ব পার হওয়াতেই থামতে চান না ইতালির কোচ
- ১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান