এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পড়ে মুখ খুলেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার জায়গায় তরুণ ব্যাটারদের দলে রেখেছে বিসিসিআই। নির্বাচক প্রধান অজিত আগারকার আগেই জানিয়েছিলেন, নির্বাচিত স্কোয়াডে আইয়ারকে রাখার মতো জায়গা ছিল না।
আইপিএলের শেষ আসরে দারুণ ক্যাপ্টেনন্সিতে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন আইয়ার। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবুও আসন্ন এশিয়া কাপের দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে আইয়ার বলেন, যখন জানেন যে আপনি দলে থাকার যোগ্য, প্রথম একাদশে সুযোগ পাওয়ার যোগ্য, তারপরেও বাদ পড়লে খুব হতাশ লাগে। নিঃসন্দেহে এশিয়া কাপ থেকে বাদ পড়েও আমি খুব হতাশ হয়েছি।
তবে নিজের হতাশা স্বীকার করলেও দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন আইয়ার। তিনি বলেন, একই সময়ে যদি দেখি কোনো ক্রিকেটার ভালো খেলছে, ধারাবাহিকভাবে রান করার জন্য দলে জায়গা পেয়েছে এবং সেখানেও রান করছে, তখন তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই ভাবি না। আসল কথা হল দলের জেতা। দল জিতলে সবাই খুশি হবে।
দলে না থাকলেও নিজেকে প্রস্তুত রাখছেন আইয়ার। জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় ঘরোয়া ক্রিকেট ও অনুশীলনে মনোযোগী হয়ে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন তিনি। দল থেকে বাদ পড়লেও নিজের পরিশ্রমের জায়গায় কোনো ছাড় দিচ্ছেন না তিনি।
৩০ বছর বয়সী এই ব্যাটার বলেন, সুযোগ না পেলেও আপনাকে নিজের কাজ করে যেতেই হবে। যখন কেউ আপনাকে দেখছে, শুধু তখন কাজ করলে হবে না। কেউ না দেখলেও আপনাকে নিজের কাজ চালিয়ে যেতে হবে।
বিডি প্রতিদিন/কেএ