খুলনায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ঘুষিতে রেখা রাণী মণ্ডল (৪২) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকালে জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গুনারী গ্রামের বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী।
নিহতের পরিবার ও ইউপি সদস্য মুরারী হালদার জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মণ্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধানক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা তার গরুর বাছুর তাড়াতে গেলে মিলনের সঙ্গে তার বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে মিলন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। ঘটনা দেখতে পেয়ে রেখার স্বামী প্রতিবাদ করলেও তাকেও মারধর করা হয়। তাদের আত্মচিৎকারে মিলন পালিয়ে যান। মিলনের মারধরে রেখার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ ছিল। ওই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-নিউজ/আব্দুল্লাহ